বেলডাঙ্গায় দুই গোষ্ঠীর কোন্দলে, খুন ১

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৩ ডিসেম্বরঃ ভোটের মুখে উত্তপ্ত বেলডাঙ্গা । ভোট আসতেই বোম, গুলি, খুন ফিরে ফিরে আসে মুর্শিদাবাদে। বেলডাঙ্গা থেকে ডোমকল রক্তাক্ত হয় সংঘর্ষে। ভোটের অনেক আগেই এবার বেলডাঙ্গায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। বেলডাঙ্গার হিজুলী গ্রামে খুন হলেন আব্দুল রশদি নামে এক ব্যক্তি। পুলিশ সুত্রে জানা যায়, গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল । সেই বিবাদের জেরেই কুপিয়ে খুন করা হয় রশিদ শেখকে। গ্রামে পুলিশি টহল চলছে। অভিযুক্তেরা পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাটপাড়া গোষ্ঠী এবং মোড়লপাড়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদের পরিণতিই এই খুন। বেলডাঙ্গার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজুলী গ্রামের দখল নিয়েই চলে বিবাদ। মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। এদিন বেলডাঙ্গা বাইকে করে ফিরছিলেন আব্দুল রশিদ । পথে বাইক আটকে কোপানো হয় তাকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার।
গ্রাম্য বিবাদের জেরে এই খুন বলে মনে হলেও।
ঘটনায় রাজনীতির যোগের কথাও উঠে আসছে।
মৃতের আত্মীয়া নাসিমা বিবির অভিযোগ, হামলাকারীরা কংগ্রেস ঘনিষ্ট। মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেস করতেন বলে জানান তিনি।