এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বেলডাঙ্গার “হক চৌধুরী”কে নিয়ে সরগরম জেলা রাজনীতি

Published on: March 14, 2021

প্রশান্ত শর্মাঃ ১৪ মার্চঃ  খবরের শিরোনামে বেলডাঙ্গার হক চৌধুরী। আবুল কালাম আজাদ চৌধুরী ছিলেন মুর্শিদাবাদ  তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদককের অন্যতম। দলে ছিলেন ১৪ বছর।

সুব্রত সাহার কমিটিতে ছিলেন পার্টির জেনারেল সেক্রেটারি। বর্তমানে জেলার সম্পাদকদের একজন  তিনি।

রবিবার বহরমপুরে  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি।

জানান, তৃণমূলে নেই গণতন্ত্র, তাই দল ছাড়া।

অধীর চৌধুরী অবশ্য বলেন, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে আসছেন, তারা সকলেই কংগ্রেসে ঘরের ফিরছেন।

হক চৌধুরী বলেন, তৃণমূল যখন ক্ষমতায় ছিল না, তখন আমি তৃণমূলে গিয়েছিলাম। পরে দেখি গণতন্ত্র নেই সেখানে।

তিনি জানান, বেলডাঙ্গা এক বেলডাঙ্গা দুই ব্লকের প্রায় নশো জন কর্মীকে কংগ্রেসে নিয়ে আসেন তিনি।

যোগদানকে অবশ্য আমল দিতে চাননি রেজিনগরের বিদায়ী বিধায়ক রবিউল আলম চৌধুরী। তার কটাক্ষ, কংগ্রেস ফুটো নৌকা, নৌকা ডুবছে । দু’একজন গিয়েছে; কাউকে নিয়ে যেতে পারেনি অন্যদলে। উনি মিথ্যে কথা বলছেন।

তবে বেলডাঙ্গায় হক চৌধুরীর দলবদলের গুরুত্ব আছে বলে স্বীকার করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরাও।

রেজিনগর আসনে নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারেন এই নেতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now