বেলডাঙায় রাস্তাজুড়ে আলপনা, কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যাবে এই রাস্তা দিয়েই

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বেলডাঙায় কার্তিক লড়াইয়ের আগে আলপনায় সেজে উঠল রাস্তা । সিমেন্ট প্রাইমার, স্টেনার, গুঁড়ো রঙ দিয়ে আলপনা দেওয়ার কাজ শুরু হয়েছে ১৩ তারিখ থেকেই। রাত পোহালেই কার্তিক লড়াই। তার আগে  সাজোসাজো রব বেলডাঙাজুড়ে।

এলাকার চিত্র শিল্পীদের হাতের ছোঁয়ায় বিভিন্ন রাস্তা সাজিয়ে তোলা হয়েছে। বেলডাঙার ঐতিহ্যবাহী   কার্তিক লড়াইয় দেখতে আসেন  বহু মানুষ  । সকলের কাছে   শিল্পকলা পৌঁছে  দিতেই রাত জেগে প্রায় ৩০ জন শিল্পী বিভিন্ন রাস্তায় কারুকার্য করেছেন। বেলডাঙার মণ্ডপ তলা থেকে ছাপাখানা পর্যন্ত এই রাস্তায় গেলেই চোখে পড়বে এই কারুকার্য। চিত্র শিল্পী বিশ্বপ্রিয় দত্ত, মৈনাক মণ্ডলরা জানান, শহরকে নতুন করে সাজিয়ে তুলতেই এই উদ্যোগ।