বেলডাঙায় নির্দল অভিমানী ভরত ! তৃণমূলের প্রার্থী তালিকায় কারা ? Beldanga TMC Candidates

Published By: Madhyabanga News | Published On:

পৌরভোটে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। বাইশের ভোটে নির্দল দাঁড়াতে চলেছেন বেলডাঙার প্রাক্তন পুরপ্রধান ভরত ঝাওর। শুক্রবার রাজ্যের ১০৮ টি পৌরসভার মধ্যে বেলডাঙারও প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম নেই দীর্ঘদিনের রাজনীতিবিদ ভরত ঝাওরের। ভরত বলেন, বলেন, কোনদিন তৃণমূলের বিরোধিতা করিনি। বিধানসভা নির্বাচনের আগে দলের উপর অভিমান করেছিলাম। কিন্তু তৃণমূলের বিরোধিতা করিনি। বাড়িতে স্ত্রী অসুস্থ। বাড়িতেই ছিলাম। ভরত এও বলেন, আমার ভাইকে ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে। মানুষ চাইছে ১৪ নম্বর ওয়ার্ডে আমি দাঁড়াই। আমি দাঁড়াবো।

প্রাক্তন পৌরপিতা ভরত ঝাওর বলেন, “ আমি কোন দলে যাইনি। অভিমান করে বসেছিলাম । মানুষ চাপ দিলে নির্দল দাঁড়াবো”।
বিধানসভা নির্বাচনের সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে দূরত্ব বাড়ে এই নেতার । দলীয় সূত্রের খবর, বেলডাঙ্গায় প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দল প্রার্থী করে হাসানুজ্জামানকে। এতেই দলের সাথে দূরত্ব বাড়ান ভরত। তবে সেই দূরত্ব বাড়ানোর দাম যে দিতে হবে, সেটা হয়তো বুঝে উঠতে পারেননি পোড় খাওয়া এই নেতা।
ভরতের মানভঞ্জনে তৃণমূল উদ্যোগ নেবে কিনা, সেদিকেই তাকিয়ে বেলডাঙ্গার মানুষ।
পৌরসভা নির্বাচনে বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাঃ

মুর্শিদাবাদ বেলডাঙ্গা ১ জেনারেল তাহমিনা বিবি
মুর্শিদাবাদ বেলডাঙা ২ মহিলা মধুমিতা বিশ্বাস
মুর্শিদাবাদ বেলডাঙা 3 মহিলা অঞ্জনা চক্রবর্তী
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 4 জেনারেল সন্তোষ কুমার ঝাওয়ার
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 5 জেনারেল বিশ্বনাথ মন্ডল
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 6 মহিলা আনোয়ারা বিবি
মুর্শিদাবাদ বেলডাঙা ৭ জেনারেল দীন মহম্মদ শেখ
মুর্শিদাবাদ বেলডাঙা 8 এসসি অর্ক দাস
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 9 জেনারেল বরকত শেখ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 10 মহিলা অনুরাধা হাজরা ব্যানার্জি
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 11 জেনারেল প্রণব কুমার সিংহ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 12 জেনারেল আবু সুফিয়ান মন্ডল
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 13 মহিলা শিলা ঘোষ
মুর্শিদাবাদ বেলডাঙ্গা 14 জেনারেল উত্তম কুমার ঘোষ