বেলডাঙাঙ্গার নাথপাড়ার জলবন্দী দশায় দুর্ভোগ চরমে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ  চারিদিকে শুধু জল আর জল। দিন কয়েকের ভারী বৃষ্টিতে জলের তলায় গোটা একটি পাড়া। দোকান পাট থেকে ঘর বাড়ি, স্কুল- সর্বত্র জলমগ্ন। জলে জলাকার অবস্থায় চরম দুর্ভোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দারা। এক হাঁটু জল নিয়েই জরুরি কাজে বেরচ্ছেন অনেকেই, বাইক থেকে চার চাকা গাড়ি পার করতে হচ্ছে ঝুঁকি নিয়েই। জাতীয় সড়কের পরিবর্তে একমাত্র বিকল্প রাস্তা এটিই। ফলে অনেকেই জাতীয় সড়কের যানজট এড়িয়ে বিকল্প রাস্তা হিসেবে যখন এই রাস্তা দিয়ে চলাচল করছেন তখন দুর্দশার শেষ থাকছে না।

রাস্তার এমন বেহাল দশায় ঘুম উড়েছে স্থানীয়দের। জমা জলে রোগভোগের আশংকাও প্রবল। পৌর এলাকার বাসিন্দা হয়েও- কেন জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন? স্থানীয়দের একাংশ বলছেন, বিগত ৫ বছর ধরে রাস্তাও হয় নি, নর্দমাও হয়নি, নিকাশি ব্যবস্থারও কোন বালাই নেই। পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

জল জমায় দুর্ঘটনা ঘটছে হামেশাই। জল নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জলে দুর্ভোগ এর শেষ নেই। পৌরসভার তরফে কোন সুরাহা মেলেনি, বলেই অভিযোগ স্থানীয়দের।।