মধ্যবঙ্গ রিপোর্টঃ১ মার্চঃ বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম হাদিজা বিবি (৩৮)। বাড়ি দৌলতাবাদের গুরুদাসপুরে। সোমবার সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন তিনি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি ভর্তি ডাম্পার তাকে ধাক্কা মারে । স্থানীয়রা জানান, বালিরঘাট থেকে সলুয়ার দিকে যাচ্ছিল ডাম্পারটি। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। এরপরেই ওই ডাম্পারটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। দেহ রাস্তায় রেখে বিক্ষোভও দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পৌঁছেছে দৌলতাবাদ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে মাটি মাফিয়ারা মাটি কেটে ডাম্পারে করে তা অন্যত্র পাঠাচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে এরকম দুর্ঘটনা। উদাসীন প্রশাসন। এদিন দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বেপরোয়া ডাম্পার প্রাণ কাড়ল মহিলার
Published on: March 1, 2021















