বেড বেড়ে হবে ১০০, কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল হয়ে উঠবে স্টেট জেনারেল হাসপাতাল ! আশ্বাস নির্মল মাজির

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ লালগোলার  কৃষ্ণপুর গ্রামীণ  হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার শিলমোহর দিল বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটি । শুক্রবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই খবর জানান  বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ  নির্মল মাজি। এদিন কৃষ্ণপুর গ্রামীন হাসপাতাল পরিদর্শনে যান বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ  নির্মল মাজির নেতৃত্বে প্রতিনিধি দল । শুক্রবার হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতাল কতৃপক্ষের সাথে বৈঠক করেন তাঁরা । ছিলেন  জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল ।  হাসপাতালে ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সাথে সরাসরি কথা বলেন তাঁরা । চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীদের কাছ থেকে খোঁজ নেন। বৈঠকে এই হাসপাতালকে ৬০ বেড থেকে বাড়িয়ে ১০০ বেডের করা এবং সেখানে HDU, SNCU, মেল ও ফিমেল ওয়ার্ড করার কথা জানান  ডাঃ নির্মল মাজি।

এদিন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজির কাছে কৃষ্ণপুর গ্রামীন হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার আবেদন জানান লালগোলার বিধায়ক মহম্মদ আলী। ডাঃ নির্মল মাজি জানান, এদিনের  বৈঠকে সেই আর্জিতে শীলমহল দিল বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ট্যান্ডিং কমিটির সদস্যরা। তিনি বলেন, ” আমরা রাজ্য সরকারের স্পিকারের মাধ্যমে এই সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। এখানে ব্লাড সেপারেটার হবে। স্টেট জেনারেল হাসপাতাল হয়ে ব্লাড ব্যাঙ্ক হবে”।