বৃষ্টিতে বাজারে মন্দা, উৎসবহীন বাজার হাট

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুরঃ একদিকে টানা বৃষ্টির জেরে শস্য – ফসলের ক্ষতি | অপরদিকে বাজারে চড়া দাম | লক্ষ্মী পুজোর দিন যে উপচে পড়া ভিড় দেখা যায় বাজারগুলিতে সেই দৃশ্য সকাল থেকেই অন্যরকম। বিক্রেতারা জানাচ্ছেন,  যারা লক্ষ্মী পুজো করেন তারা যতটা প্রয়োজন ততটুকুই বাজার করছেন | গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দামও বেড়েছে | যারা সাধারন মানুষ তাদেরকে কোথাও সমস্যাতে পড়তেই হচ্ছে |

 

লক্ষ্মী  পুজোর সকালে শহরের কান্দি বাস স্ট্যান্ড এলাকায় দেখা মিললো এক বিরল চিত্র | ফুল ওয়ালা ফুল নিয়ে বসে রয়েছেন | কিন্ত ক্রেতা নেই | পুজোর বাজার করতে আসা অসীম মন্ডল জানান, “এই পরিস্থিতিতে জিনিসপত্র এর দাম তো বাড়বেই, তবুও পুজো করতে হবে, তবে রোজকার থেকে যে খুব দাম বেশি এমন না ” | অসীম বাবু কথার সুর ধরেই আরও একজন ক্রেতা সুবীর ভট্টাচার্য জানান, “বৃষ্টিতেই সমস্যা করে দিলো, অন্যান্য দিনের তুলনায় একটু দাম বেশি | পদ্ম যেখানে ৫ টাকা সেখানে জোড়া ১৫ টাকা কিনতে হচ্ছে “।

বৃষ্টিতে বাজার মন্দা , বুধবার বহরমপুরে

প্রতিমা বিক্রেতা নিমাই দাস জানান, “পরিস্থিতির কারণে একটু দাম বেড়েছে | তবে কারো সমস্যা হচ্ছে না, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে ”। ঘরে লক্ষ্মী পুজো, বাইরে লক্ষ্মীর  দাম চড়া | সব মিলিয়ে বাঙালির লক্ষ্মী পুজোর জমজমাট আসরে বৃষ্টি একটু হলেও  সমস্যায় ফেলেছে সকলকে |