বুধবার বিকেলে ভয়ঙ্কর ভাঙন শুরু  সামসেরগঞ্জে

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ সামসেরগঞ্জঃ বুধবার বিকেল থেকে  ফের সামসেরগঞ্জে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া, শিকদারপুর, প্রতাপগঞ্জ  গ্রামে শুরু হয়েছে ভাঙন। একের পর এক চাষের জমি  নদীতে তলিয়ে যাচ্ছে। বাড়ি ভেঙে ফেলা শুরু করেছেন গ্রামবাসীরা। এদিন   ভাঙনে নদীর  গর্ভে তলিয়ে যায়  কয়েক বিঘে   কৃষি জমি। তলিয়ে গিয়েছে বেশ কিছু গাছও। ভাঙনের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বুধবার বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন।

এর আগে ভাঙ্গনে তলিয়ে গিয়েছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র উপাসনালয় ঐতিহ্যবাহী কালী মন্দির। এই বছর   সেপ্টেম্বর মাসের  প্রথম সপ্তাহ থেকে ফের  গঙ্গা ভাঙন শুরু হয়েছে  মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয়। পরে নদী ভাঙন শুর হয় বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতেও।

ভাঙ্গনে কার্যত দিশেহারা সামসেরগঞ্জের মানুষ।