
২৬ এপ্রিলঃ আসলে তিনি মারা গিয়েছেন। তাই দিতে পাবেন না ভোট। সোমবার সাগরদিঘী হাইস্কুলে ভোট দিতে গিয়ে জানতে পারলেন জেকের আলী।
সকাল সকাল ভোট দিতে যান সাগরদীঘির পোপাড়ার বাসিন্দা বছর ৩৫ এর জেকের আলী। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে সরকারী কর্তারা জানান, মারা গিয়েছেন তিনি। অগত্যা ফেরেন ভোট না দিয়েই ।

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সাগরদিঘী বিধানসভার অন্তর্গত ৯২ নম্বর বুথে। ভোট না দিতে পেরে হতাশ জেকের আলি।















