বিধি মেনেই হাজারদুয়ারি খুলুক, মুখ্যমন্ত্রীকে আর্জি চেম্বার অফ কমার্সের

Published By: Madhyabanga News | Published On:

কোভিড বিধি মেনেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হোক হাজারদুয়ারি প্যালেসের দরজা, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আর্জি জানাল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। ওমিক্রন, করোনার তৃতীয় ঢেউয়ের আঁচে জানুয়ারির শুরুতেই ফের তালা পড়েছে হাজারদুয়ারি প্যালেসে। পর্যটকদের আসায় জারি হয়ে নিষেধাজ্ঞা।

জানুয়ারির শেষে এসে রাজ্যে যাত্রা, মেলায় অনুমতি মিললেও হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম খোলার অনুমতি মেলেনি। সেই অনুমতিই চাইছেন পর্যটন ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন অংশের মানুষ।
পর্যটন বন্ধ থাকায় বিপদে পড়েছেন হোটেল মালিক, টাঙ্গা চালক, হকার, ছোট ব্যবসায়ীরা। রুজি বন্ধ হয়েছ গাইডদেরও।

মুর্শিদাবাদ চেম্বার্স অফ কমার্সের যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য জানান, এই অবস্থায় চেম্বার অফ কমার্সের প্রস্তাব প্রতিদিন মাত্র দুই হাজার টিকিট বিক্রি করা হোক। পর্যটনের উপর নির্ভরশীল সকলেই অত্যন্ত কষ্ট এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বিধি মেনে পর্যটনকেন্দ্রগুলি খুললে তারা স্বস্তি পাবেন।