স্বাস্থ্যবিধি মেনে ঈদ মুর্শিদাবাদে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৪মেঃ  অসুখের দিন শেষে ফিরে আসুক আলো। ফিরে আসুক মিলেমিশে থাকা, উৎসবে মেতে ওঠা সকলকে নিয়ে। ভালো থাক সকলে।  এই প্রার্থনা নিয়েই করোনার মধ্যে পালিত হল ঈদ উল ফিতর।

ঈদের সকালেই  বহরমপুরের গোরাবাজারে মহিলাদের উদ্যোগে ঈদের নামাজ পথ হল করোনা স্বাস্থ্য বিধি মেনে। মাস্ক পরে, অল্প সংখ্যক জমায়েত করে নামাজ পড়লেন মহিলারা। করোনা র দ্বিতীয় ঢেউ এ এবছর ঈদ পালন একেবারেই অন্য ভাবে। নামাজ আদায়ের পর নেই কোলাকুলি। একে অপরের শুভেচ্ছা বিনিময় টুকুই হল। তবে খুশির ঈদে প্রার্থনা হল সুস্থ পৃথিবীর।

নিজের নিজের বাড়িতেই নমাজ পাঠ করতে দেখা গেল ফারাক্কার বাসিন্দাদের। ফারাক্কাতে কোন মসজিদে শুক্রবার ঈদের নামাজ পাঠ করা হয়নি। এদিন প্রশাসনের নির্দেশে মেনে সামজিক দূরত্ব বজায় রাখতেই নিজের নিজের বাড়িতেই নমাজ পাঠের আয়োজন করা হয়। করোনা মহামারিকে রুখতে এবছর ফারাক্কায় সকলেই বাড়িতেই নমাজ পড়েন।

বিভিন্ন জায়গায় পাশাপাশি সামসেরগঞ্জেও ছোট ছোট আকারে মসজিদে  মসজিদে ঈদের নামাজ পড়লেন মহিলা  ও পুরুষরা।  এদিন সকাল থেকেই সামসেরগঞ্জের বিভিন্ন মসজিদে নামাজ পাঠ করেন অনেকে। সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পড়ে নমাজ পাঠ করেন সকলে। তবে করোনার জেরে এদিন কোন ঈদ গাহেবড় জমায়েত হয়নি।

ফিরে আসুক পুরোনো ঈদ। ফিরে আসুক ঈদের উৎসব। অসুখের দিন শেষ হোক।  চাইছেন জেলার মানুষ।