এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বিধায়ক আনিসুর, মহসীনের আশীর্বাদ নিয়েই প্রচার শুরু নতুন প্রার্থী মোস্তাফিজুর, কামাল হোসেনের

Published on: March 10, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১০ মার্চঃ ডোমকল আর ভগবানগোলা । মুর্শিদাবাদ জেলার  দুই কেন্দ্রের বর্তমান দুই বাম বিধায়কের জায়গায় একুশের ভোটে  বামফ্রন্ট প্রার্থী করেছে দুই নতুন মুখকে। ডোমকলে আনিসুর রহমানের স্থানে প্রার্থী হচ্ছেন দলের তরুণ মুখ মোস্তাফিজুর রহমান ওরফে রাণাকে । এসএফআইএর প্রাক্তন নেতা  রাণা বর্তমানে ডোমকলে পার্টির দায়িত্বে।  অন্যদিকে ভগবানগোলায় মহসিন আলির স্থানে প্রার্থী হয়েছেন কম বয়সী কামাল হোসেন।  কামাল হোসেন ছিলেন দলের যুব সংগঠনের জেলা নেতা। বর্তমানে সিপিআই(এম)’এর ভগবানগোলা এরিয়া কমিটির সম্পাদক। ২০১৬ সালে দুই কেন্দ্রেই জিতেছিল বামেরা। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তরুণ মুখেদের ওপর আস্থা রাখতে চাইছেন বামফ্রন্ট নেতারা।   বুধবার সন্ধেয় প্রার্থী ঘোষণা হতেই। দুই বিধায়ককে পাশে নিয়েই প্রচার শুরু করলেন রাণা, কামাল।

দুই বিধায়কই শুভেচ্ছা , আশীর্বাদ জানালেন তরুণ প্রার্থীদের।

প্রার্থী হওয়ার খুশির খবরে মোস্তাফিজুরকে মিষ্টি মুখ করাচ্ছেন আনিসুর রহমান

টিকিট না মেলায় যখল বিধায়কদের দল ছাড়ার ঘটনাই বারবার উঠে আসছে সংবাদে। সেই রকম সময়ে এই ছবি দেখে বাম ঘরানার রাজনীতির প্রশংসাই করছেন অনেকে।

ফাইল ছবিঃ আনিসুর রহমান এবং মোস্তাফিজুর রহমান

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now