বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে সিবিআই, চলছে জিজ্ঞাসাবাদ

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত, কান্দিঃ  মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে  হানা দিল সিবিআই। বাংলা নতুন বছর পা ফেলার মাত্র  কয়েকঘন্টা আগে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা নিয়ে এলাকায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।  শুক্রবার সাত সকালে সিবিআইয়ের আধিকারিকরা কেন বিধায়কের বাড়িতে এলেন তার সরকারি ব্যাখ্যা এখনও পাওয়া যায় নি। তবে সুত্রের দাবি, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দুর্নীতির কান্ডের নয়া সূত্রের খোঁজেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে মুর্শিদাবাদে এসেছেন সিবিআই আধিকারিকরা।  সিবিআই সূত্রের দাবি,  চলতি বছর ফেব্রয়ারি মাসে শিক্ষক নিয়োগ কান্ডে ছ’জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই ছ’জনের মধ্যে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ভড়ঞার বাসিন্দা কৌশিক ঘোষও ছিলেন। যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্রে যুক্ত ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে তদন্তে জানতে পারে সিবিআই।  সেই সময় কেন্দ্রের এই তদন্তকারী দলের আধিকারিকরা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠতার আঁচ পেয়েছিলেন বলে সিবিআই সূত্রের দাবি। এদিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিধায়কের বাড়ি। বাড়ির দরজা বন্ধ করে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।