বিদ্রোহে ইতি ! হুমায়ুনের সাথেই সাত প্রধান

Published By: Madhyabanga News | Published On:

একেবারে  ‘সাত সাথ’। “ভুল করেছিলেন, তাই সংশোধন করলেন, বিধায়কের সাথেই আছেন তারা”- আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে এমনই মন্তব্য দলেরই বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সাত পঞ্চায়েত প্রধানের। শুক্রবার সালার ডাকবাংলোয় সালু গ্রাম পঞ্চায়েত, মালিহাটি গ্রাম পঞ্চায়েত, টিয়া – বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত, শিমুলিয়া পঞ্চায়েত, কাগ্রাম পঞ্চায়েত, তালিবপুর পঞ্চায়েত, সাত প্রধান একজোট হয়ে বিধায়কের বিরুদ্ধে না জেনে ভুল করেছিলেন বলে জানালেন।

চলতি বছরেই, গত ২৯ শে জুলাই ভরতপুরের সাত টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জীকে চিঠি দিয়েছিলেন। ৭ ই আগস্ট- সাত গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই খবর প্রকাশ্যে আসে। এবার তারা নিজেরাই ভুল স্বীকার করে বিধায়কের পক্ষে আছেন তা সর্ব সমক্ষে ঘোষণা করলেন।

সাত প্রধানের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সময় পাল্টা আইনি নোটিশও দিয়েছিলেন হুমায়ুন কবির। রাজনৈতিক তরজাও চরমে ওঠে। অবশেষে প্রধানদের অনুশোচনায় মলম লাগালেন বিধায়কও ।

রাজনৈতিক মহলে জল্পনা, শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেই  এক হয়ে চলার সিদ্ধান্ত স্থানীয় কর্মীদের।