ঘটনাবিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল তরুণ By Madhyabanga NewsPublished on: August 8, 2020 Follow Usনিজস্ব প্রতিবেদন: বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ১৭ বছরের এক তরুণের। খড়গাম থানার অন্তর্গত নগরমীর পাড়ায় এই ঘটনা ঘটে। শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।