বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ূনের তোপে দলের মন্ত্রী বিধায়ক সাংসদ

Published By: Madhyabanga News | Published On:

অর্ক সোম: বহরমপুর ৩০ শে জুন – বুধবার দুর্গাপুরে প্রশাসনিক সভা থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবীরের বিরুদ্ধে প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে তোপ দেগেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হুমায়ন কবীর বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তিনি এর পিছনে মুর্শিদাবাদের সাংসদ জেলা তৃণমূল চেয়ারম্যান আবু তাহের খান , রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ও কান্দির বিধায়ক অপূর্ব সরকারের চক্রান্ত দেখছেন। হুমায়ন বলেন এরা চক্রান্তে লিপ্ত আছে, আমি বলছি ববি দা মানে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে এরা সব সময় ঘুরঘুর করে। অপূর্ব সরকার ২০০৬ সয়াল থেকে যখন বিধায়ক ছিল , ২০০১ থেকে বিধায়ক ছিল আবু তাহের খান আর ২০০৬ থেকে ২০১১ বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিল আর বিরোধী আসনে বসতো অপূর্ব সরকার আবু তাহের খানরা। তখন থেকে ফিরহাদ হাকিমের সাথে এদের যোগাযোগ আছে। সেই যোগাযোগ টাকে ব্যবহার করে এখনও ববি হাকিমের কাছে গিয়ে এরা বেশি গুরুত্ব পায় এবং ওখানে গিয়ে আবার বিরুদ্ধে বিরুদ্ধচারন করে। আমি এসবে ভয় পায় না, আমি কোন অন্যায় করি না , অন্যায়কে কোন প্রশ্রয় দিয় না, অন্যায়ের সাথে আপস করি না এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাউকে কোন দিন তোয়াজ করতে পারব না। আমি যে অন্যায়কারি তার বিরোধীতা করব। হুমায়ূনের এই মন্তব্য প্রসঙ্গে আবু তাহের খান বলেন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিমের সাথে আমার কোন কথা হয়নি। হূমায়ূন যা বলছে ঠিক নয়। উল্টে আমি হূমায়ুনকে বলেছি অশান্তি বাড়িওনা ।সে কথা তো হূমায়ুন স্বীকার করছে।