বিজেপি বনাম অধীর; বিজেপি নেতার বাংলা ভাগের দাবি পরিকল্পিত চক্রান্ত, বললেন অধীর চৌধুরী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২১ জুনঃ  আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিতর্কিত  মন্তব্যকে বিজেপি’র পরিকল্পিতে চকান্ত বললেন অধীর চৌধুরী । সম্প্রতি জন বার্লা দাবি করেন, আলাদা রাজ্য হলেই উন্নতি হবে উত্তরবঙ্গের। বিজেপি রাজ্য নেতারা অবশ্য বক্তব্যের দায় এড়িয়েছেন। জানিয়েছেন এটি দলের মত নয়, ওই নেতার ব্যক্তিগত মতামত। তবে এদিন জন বার্লার মন্তব্য ঘিরে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।

সোমবার বহরমপুরে অধীর বলেন, “ বিজেপি পার্টি একটি  রেজিমেন্টেড পার্টি, তাদের পার্টির নেতা জানে না, তাদের পার্টির আরেক নেতা যা খুশী তাই বলতে পারে, এ কথা আমি বিশ্বাস করিনা”  ।  অধীরের দাবি, এটা পরিকল্পিত একটা চক্রান্ত। এটা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

অধীর আরও বলেন, বাংলায় পরাজয়ের গ্লানি বিজেপি মেনে নিতে পারছেনা, সেই জন্য বাংলায় সংকীর্ণতার রাজনীতি করছে। আমাদের সকলের এই সংকীর্ণ রাজনীতির বিরোধিতা করা উচিৎ। নতুন করে উত্তরবঙ্গ ঘিরে পৃথক রাজ্যের দাবির পিছনে রাজনীতি আছেই বলে  মনে করছেন অধীর।