বিজেপি ছেড়ে তৃণমূলে গৌতম রায়, সেন্টু মুখার্জি , মদন মিত্রের হাত ধরে ফিরলেন দলে Kandi BJP Leader joins TMC

Published By: Madhyabanga News | Published On:

মদন মিত্রের হাত থেকে দলের পতাকা নিয়ে  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কান্দীর গৌতম রায়। বিধানসভা নির্বাচনে কান্দীতে বিজেপি’র প্রার্থী ছিলেন গৌতম রায়। সাথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সেন্টু মুখার্জিও।

গৌতম রায় এদিন  কান্দি পৌরসভার ১৫  নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার গুরু প্রসাদ মুখার্জি ( সেন্টু মুখার্জি)  ও কান্দি পৌরসভার ৬  নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন হাজরাকে নিয়ে বুধবার কলকাতায় যান। সেখানেই মদন মিত্র তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।

অবশ্য তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনী সিংহ রায় বলেন, ” জেলার নেতারা, কান্দীর নেতারাও কিছু জানেন না। আমরা জানি, যিনি জয়েন করবেন তাকে রাজ্য নেতৃত্বের অনুমোদন নিয়ে দলে আসতে হবে। রাজ্য নেত্রৃতবও এই বিষয়ে কিছু জানেন না”।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন কান্দী পৌরসভার প্রাক্তন পৌরপিতা গৌতম রায়। এরপর তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হন। তৃণমূল প্রার্থী অপুর্ব সরকারের কাছে পরাজিত হন গৌতম। সেই গৌতম রায়কে কান্দীর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মেনে নেবে কিনা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

তবে পৌরসভা ভোটের আগে  গৌতম রায়দের দলে প্রত্যাবর্তনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে কান্দীর রাজনীতিতে।

 

See also  WB Centralized Admission 2024  কলেজে ভর্তির মেধাতালিকায় কীভাবে হয় সীট অ্যালটমেন্ট ?