বিজেপি কর্মীদের অস্ত্র রেডির নির্দেশ। বিতর্কে শাখারভ। অনুব্রত নইঃ দাবি নেতার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ দলের সভা থেকে এবার কর্মী দিয়ে অস্ত্র রেডি রাখার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা শাখারভ সরকার। এদিন বহরমপুরের পঞ্চাননতলায় আবাস দুর্নীতি নিয়ে সভা করে বিজেপি। সভায় ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সেই সভা থেকেই দলের কর্মীদের বন্দুক, লাঠি, ব্লেড তৈরি রাখার নিদান দিলেন বিজেপি’র মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি শাখারভ সরকার। পঞ্চায়েতে রক্তপাতের আশঙ্কাও উস্কে দিয়েছেন শাখারভ। শাখারভের দাবি, পঞ্চায়েতের নমিনেশনে হতে পারে রক্তপাত। পঞ্চায়েতের নমিনেশনে অধিকার বুঝে নেবেন গ্রামের মানুষ। পুলিশ, আইন দেখবেন না মানুষ। শাখারভ আরও বলেন, ” যাদের লাইসেন্স প্রাপ্ত মেশিন আছে। সেগুলোকে তেল দিয়ে তৈরী করে রেডি রাখতে বলেছি। আমি একবারও বলিনি বোম তৈরি করুন। আমি অনুব্রত নই” । শাখারভের দাবি রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য লাঠির নিদান নিয়েছেন তিনি। ব্লেড রাখা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা। বিজেপি নেতার মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।