বিজেপি’র সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি অপসারণ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বিজেপি’র  দক্ষিণ মুর্শিদাবাদ সংগঠনের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রফিক আলী সেখকে সরিয়ে দিল রাজ্য। তাঁর জায়গায় মনিরুল ইসলামকে ওই পদে ফিরিয়ে আনা হয়েছে।  সোমবার বিজেপি’র সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি চার্লস নন্দী  লিখিত বার্তায় এই নির্দেশ দিয়েছেন। বিজেপি’র  দক্ষিণ মুর্শিদাবাদ সংগঠনের জেলা সভাপতি  শাখারভ সরকার অবশ্য রফিকের অপসারণ নিয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, “ রাজ্য মনে করেছে তাই রফিককে সরিয়ে মনিরুলকে দায়িত্ব দিয়েছে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”  তবে সুত্রের দাবি, দলবিরোধী কার্যকলাপ  ও দুর্নীতিমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাজ্য নেতৃত্ব তাঁকে শোকজ করে। সেই শোকজের জবাবে দল সন্তুষ্ট হয় নি। তার ফলে সোমবার রফিককে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।  প্রসঙ্গত রফিকুলের আগে পাঁচ বছর মনিরুলই ছিল বিজেপি’র সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি। বর্তমানে তিনি নবদ্বীপের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ছিলেন। আগামীকাল বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ সংগঠন জেলা নেতৃত্ব সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে জেলা কার্যালয়ে।