বিজেপি’র রুটে পুলিশের না

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৮ ফেব্রুয়ারিঃ মুর্শিদাবাদে বিজেপি’র পরিবর্তন যাত্রা । বিজেপির পরিবর্তন যাত্রার রথের প্রস্তাবিত পথে ‘না’ পুলিশের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়াল সোমবার সকালে । বিজেপির দাবি, সোমবার বেলডাঙ্গায় ‘পরিবর্তন যাত্রা’ আটকায় পুলিশ। রাস্তায় বসেই প্রতিবাদ বিজেপি কার্যকরতাদের। রাস্তায় বসেই খাওয়াদাওয়া সারলেন বিজেপি নেতা কর্মীরা।
পুলিশের দেওয়া অনুমতি পত্রে দেখা যাচ্ছে, ৩৪ নম্বর জাতীয় সড়কে ধরে বেলডাঙ্গা থেকে বহরমপুর আসার কথা যাত্রার। বিজেপি নেতৃত্ব দাবি জানান বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গা- আমতলা রাজ্য সড়ক ধরে নওদার কালিতলা, তারপর শব্দনগরে এসে সভা করার, সেখান থেকে নওদার আমতলা হয়ে হরিহরপাড়া, সেখানেই মধ্যাহ্ন ভোজ সেরে বহরমপুরের উদ্দ্যেশ্যে রওনা দেবে পরিবর্তনের রথ । কিন্তু, বেলডাঙ্গা – আমতলা রাজ্য সড়কে যাওয়ার পথেই ভারত সেবাশ্রম সংঘের কাছেই পুলিশ পথ আটকায় বলে অভিযোগ বিজেপির। ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে রাখে পুলিশ ও র‍্যাফ। পথে বসেই প্রতিবাদ জানান বিজেপি রাজ্য ও জেলা নেতৃত্ব। পুলিশের সাথে দফায় দফায় কথাবার্তা চলে বিজেপি নেতৃত্বদের। যদিও বিজেপি নেতৃত্ব অনড় তাঁদের নির্ধারিত যাত্রা পথ নিয়ে। বিজেপি নেতৃত্ব দাবি করেন, সকাল ৯ থেকে নির্ধারিত কার্যক্রম শুরু হয়। বেলা ১১ টায় এক কার্যকরতার বাড়িতে জলপানের ব্যবস্থা ছিল। সকালে সেই পথ দিয়ে যেতে পুলিশ প্রশাসন বাঁধা দেয়, বলে উল্টো পথ দিয়ে যেতে। উল্টো পথ দিয়ে গেলে তাঁর বাড়ি যাওয়া যাবে না। পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়, দাবি জানানো হয়। যদিও উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সাথে কথা বলে অবশেষে ঘণ্টা তিনেক পর অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশের অনুমতি মোতাবেক বেলডাঙ্গা থেকে বহরমপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ভায়া ভাবতা সারগাছি হয়ে পরিবর্তন যাত্রা রওনা দেয়।