বিজেপি’র থেকেও বেশি আসন নির্দলের, নির্দল হয়েও জিতলেন কারা ? ১২ টি সিটে জয়ী নির্দল প্রার্থীরা

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদে পৌরসভা ভোটে ১২ টি আসনে জিতলেন নির্দল প্রার্থীরা। জেলার  ১৩৫ আসনের মধ্যে ৯৫ টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছে ১৫ টি আসন। ১০ টি আসন পেয়েছে বিজেপি। বামেদের দখলে মাত্র ৩ টি ওয়ার্ড। আর ১২ টি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা।  সব থেকে বেশি নির্দল প্রার্থী জিতেছেন বেলডাঙা পৌরসভায়।

৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী আসমা আসার, হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অঞ্জনা চক্রবর্তীকে।৪  নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী সন্তোষ ঝাওর , হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাসিবুর রহমানকে । ৮  নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী রবীন্দ্রনাথ মালাকার  , হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ক দাসকে  ।

১৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাওর। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় নির্দল হিসেবে জিতেছেন মৌমিতা সরকার এবং পরিমল সরকার। ৬   নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী মৌমিতা সরকার   , হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনা সিংহকে   ।

৮  নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী পরিমল সরকার   , হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল দত্তকে   ।মুর্শিদাবাদ পৌরসভায় সকলের নজর ছিল ৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী বিশ্বজিৎ দে, ওরফে মিন্টা। তৃণমূল প্রার্থীকে প্রায় একশ ভোটে হারিয়েছন তিনি।

কান্দিতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জিতেছেন দুই নির্দল প্রার্থী। ৯ নম্বর ওয়ার্ডে জিতেছেন গুরুপ্রসাদ মুখার্জি, ১৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন ঋতুপর্ণা দাস। হেরেছেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুনমুন সিংহ ও ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতা মল্লিক। জিতেই গুরুপ্রসাদ জানান, মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পে আস্থা আছে তার। রাজনৈতিক ভাবে বিজেপি থেকে তৃণমূলে ফিরে  কান্দির তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ট গুরুপ্রসাদ।

ধুলিয়ানে ৩ আসনে জয়ী নির্দল প্রার্থীরা। ২১ নম্বর ওয়ার্ডে জিতেছেন আনোয়ার সাদাত, হারিয়েছেন কংগ্রেসের রাজা শেখকে। এই ওয়ার্ডে তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী আসরাফ হোসেন।

১১ নম্বর ওয়ার্ডে জিতেছেন খাইরুল ইসলাম, হেরেছেন তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম। ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী ফারহানা খাতুন। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী নূরচশম খান। তৃতীয় স্থানে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নার্গিস খাতুন।