বিজয়া সম্মিলনী নিয়েও তোলাবাজি তৃণমূলে ! হুমায়ুনকে মঞ্চে বসিয়ে তোপ নেতার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধি, সালারঃ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যের কাছ থেকে টাকা আদায় করে হচ্ছে বিজয়া সম্মিলনী। আর সেটা করছেন খোদ তৃণমূল নেতারাই। সালারে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই অভিযোগে সরব হলেন ভরতপুর ২ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আজাহারউদ্দিন সিজার। মঙ্গলবার সালার কলেজ মাঠে সিজার যখন এই ভাষণ দিচ্ছেন, তখন মঞ্চে ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এই বছর পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বীতা করেন সিজার। সিজারের পাশে ছিলেন হুমায়ুন কবীর। এদিন সিজার নাম না করে তোপ দেগেছেন ভরতপুর ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি , মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
সিজার বলেন, তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কাজ করছে একটা শক্তি। এরপর সরাসরি বলেন, “ অনেক মেম্বার ফোন করছে। বলছে, ভাই অত্যাচারে মরে গেলাম। আর কত টাকা দেব ! শুধু টাকা চাইছে। এক একটা মেম্বার তিন হাজার , এক একটা অঞ্চল দেড় লক্ষ করে টাকা আদায় করে বিজয়া সম্মিলনী করবে। সেটা বিজয়া সম্মিলনী হবে নাকি বিসর্জন সম্মিলনী হবে ?” সিজার এদিন অভিযোগ করেছেন, বিজয়া সম্মেলনী করতে মেম্বার, জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে । দল এই কাজ সমর্থন করবে না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাকও দেন এই তৃণমূল নেতা। বিধায়ক হুমায়ুন কবীরের প্রশংসায় পঞ্চমুখ হন সিজার। বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে লড়াই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।গত পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বীতা করলেও আজাহারউদ্দিন সিজার পরাজিত হন। তবে প্রাক্তন ব্লক সভাপতির দাবি মানতে নারাজ বর্তমান ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে সুমন। তিনি পাল্টা সিজারের দিকেই তোপ দাগেন। তিনি বলেন, বিধায়কের সভার জন্যই বাজারের দোকান থেকে জোর করে চাঁদা তোলা হয়েছে। ১০ নভেম্বর পাল্টা বিজয়া সম্মিলনীর ডাক দিয়েছেন তিনি। সেই অনুষ্ঠানের খরচ দলের প্রধান, জনপ্রতিনিধরা নিজেরাই জোগাবেন বলে দাবি করেন তিনি। এই ঘটনায় ফের অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।