বিক্ষোভ চরমে জেএন একাডেমি স্কুলে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ভর্তি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ চরমে উঠল বহমপুর জেএন একাডেমি স্কুলে। অভিভাবকদের দাবি, প্রাথমিক বিভাগের সব ছাত্রদেরই ঐ স্কুলে  ক্লাস ফাইভে ভর্তি নিতে হবে। অন্যদিকে, মাধ্যমিক বিভাগের  স্কুলের প্রধান শিক্ষক পুষ্পেন চট্টোপাধ্যায়ের  দাবি , খুব বেশি  ১৫০ জন ছাত্রকে ভর্তি নিতে পারে স্কুল। কিন্তু প্রাথমিক বিভাগে পড়ে অনেক বেশি ছাত্র !

বেশি ছাত্র ভর্তি নিতে নারাজ  স্কুল। স্কুল থেকে এক কিলোমিটার এলাকার মধ্যের ছাত্রদেরই ভর্তি নেবে স্কুল।  স্কুলের প্রাথমিক বিভাগকে দায়ী  করেছেন তিনি। যদিও এই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সম্বলগতি মণ্ডল  হাই স্কুলের কতৃপক্ষের দিকেই দায় ঠেলেছেন। বিপাকে পড়েছেন অভিভাবক, অভিভাবিকারা। অভিভাবকদের দাবি, যারা স্কুলের প্রাথমিক বিভাগে পড়েছে, তাদের সবাইকেই ক্লাস ফাইভে ভর্তি নিতে হবে।