বাড়ির টাকা প্রধানের পরিবারের ১৬ জনের নামে, অভিযোগ ভরতপুরে

Published By: Madhyabanga News | Published On:

আবাস যোজনায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ উঠল ভরতপুরের সিজগ্রামে bharatpur Sijgram । অভিযোগ,  ঘরের টাকা পাচ্ছেন না গরিব মানুষ;  টাকা পাচ্ছেন  পাকা বাড়ির বাসিন্দারা।ম ভরতপুর ১ নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের  প্রধানের বিরুদ্ধে উঠেছে  আবাস যোজনায়  দুর্নীতি ও বেনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

গ্রামবাসীদের একাংশের  অভিযোগ, প্রধা্নের হস্তক্ষেপে  আত্মীয় ও পরিবারের ১৬ জনের নামে ঢুকেছে আবাস যোজনার সরকারি তালিকায়।  অনুমোদনও পেয়েছেন প্রধানের আত্মীয়রা  । স্থানীয় মানুষজন লিখিতভাবে বিডিও BDO-র মাধ্যমে  মুখ্যমন্ত্রী, জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন।

 

যদিও সিজগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রাশমিনা বিবি বা তার স্বামী স্থানীয় তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা তোলাবাজির অভিযোগ নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।  প্রধান রাশমিনা বিবি বলেন, শুনেছি অভিযোগ উঠেছে তবে সরকারি কর্মচারীরাই তালিকার কাজ করেছেন। গোটা ঘটনায় সরগরম ভরতপুরের সিজগ্রাম অঞ্চল।

 

বিস্তারিত দেখুনঃ https://www.youtube.com/watch?v=Gdywv658k6I