বাড়িতে বসেই করে নিতেন পারেন কোভিড পরীক্ষা, জানুন কীভাবে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০মেঃ এবার বাড়িতে বসে নিজেনিজেই সেরে নিতে পারবে কোভিড ১৯’এর পরীক্ষা।

‘কোভিসেল্ফ’(CoviSelf) নামের এই পরীক্ষায় সময় লাগবে কুড়ি মিনিটেরও কম।

পুণেতে অবস্থিত  Mylab Discovery Solutions এর আনা কিট কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে ওষুধের দোকানে।  এই কিটকে সবুজ সংকেত দিয়েছে  আইসিএমআর।

কোভিডের Rapid Antigen Test (RAT) করা যাবে এই কিটের সাহায্যে।

কিট কেনার পরে  প্রথমে কোভিসেলফের একটি মোবাইল অ্যাপে ডাউনলড করে সেখানে  সমস্ত বিবরণ জানাতে হবে ।  ব্যবহারকারীকে  তার হাতগুলি স্যানিটাইজ করতে হবে এবং যেখানে  কিট রাখা হবে  সেটিকেও  পরিষ্কার করতে হবে।

এরপর লালারস সংগ্রহের জন্য দেওয়া কাঠিটির সাহায্যে নাক থেকে রস বা সোয়াব সংগ্রহ করতে হবে।

এরপর টিউবে লালারস সহ কাঠিটিকে ঢুকিয়ে দিতে হবে। এবং সেখানে সাবধানে কাঠিটি ঘোরাতে হবে । এরপর টিউবের ঢাকনা বন্ধ করে দিয়ে সেটিকে উল্টে পরীক্ষা করার যন্ত্রের দু’ফোটা নমুনা ঢালতে হবে।

সেখানে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে রিপোর্ট পজিটিভ না নেগেটিভ। অ্যাপে আপলোড করতে হবে রিপোর্ট।

এই কিটের আনুমানিক দাম হতে পারে ২৫০ টাকা।