এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বাড়িতেই মদের কারবার, জিয়াগঞ্জে ঠেক ভাঙলেন মহিলারা Jiaganj Women protest against liquor trade

Published on: November 23, 2021

জিয়াগঞ্জে বাড়িতে হানা দিয়ে  মদের ঠেক ভাঙল মহিলারা । প্রতিবাদী মহিলাদের দাবি, এলাকায়  সর্বনাশের মূলে মদ। সেই মদের  ঠেক ভাঙতেই মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদী মহিলা বাহিনীর অভিযান চলে জিয়াগঞ্জের বড়নগর মাহাত পাড়ায়।

এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে বোতল বোতল মদ উদ্ধার করা হয়। বস্তা ভর্তি মদের বোতল নিয়ে এলাকায় ক্ষোভে ফেটে পরেন মহিলারা । অভিযোগ,  দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে চোলাই মদের কারবার চলছে। কোনরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বেড়েই চলেছে অসামাজিক কাজ।

মদের বোতল উদ্ধারের সাথেই বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির সরঞ্জামও । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now