বাড়ছে করোনা, বন্ধ করে দেওয়া হল হাজারদুয়ারী প্যালেস

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৬ এপ্রিলঃ করোনা পরিস্থিতিতে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল হাজারদুয়ারী প্যালেস।আর্কিওলজিকাল সার্ভে অফ ইণ্ডিয়ার নির্দেশে   ১৬ ই এপ্রিল থেকে বন্ধ হয়ে গেল মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। ১৫ ই মে অব্ধি এই ঐতিহাসিক নিদর্শনের ফটক বন্ধ রাখার নির্দেশ। আরকিওলজিকাল সার্ভে অফ ইনডিয়ার তরফে এই নির্দেশ আসার সাথেই বৃহস্পতিবার থেকে তালা পড়ে  হাজারদুয়ারীতে।

১৫ তারিখ এএসআই নির্দেশ দেয়, করোনা পরিস্থিতিতে সংস্থার অধীনে থাকা সমস্ত সৌধগুলি বন্ধ থাকবে।

 

শুনশান হাজারদুয়ারীর হকার্স কর্নার

হাজারদুয়ারী বন্ধ হয়ে যেতে মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। খাঁ খাঁ করছে হকার্স কর্নার।    বিশু সাহা,  মকলেম হোসেন,  রাজীব সেখদের মনে পড়ে যাচ্ছে লকডাউনের সময়ের যন্ত্রনার স্মৃতি। পর্যটনের উপর নির্ভরশীল মানুষেরা সকলেই ভাবছেন, সংসার চলবে কীভাবে।

দেশ জুড়ে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গে সংক্রমণ সাত হাজার ছুই ছুই। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে বাইরে চলে যাওয়ার আশংকা প্রবল। সমস্ত দিক বিবেচনা করেই দর্শনীয় স্থানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পরিস্থিতির গতিবিধির ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেই সরকারি ভাবে।