বাড়ছে করোনা, ফারাক্কায় বন্ধ দোকান Covid Restrictions Farakka

Published By: Madhyabanga News | Published On:

প্রায় প্রতিদনই ভয়াবহ হচ্ছে করনোর তৃতীয় ঢেউ । লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমঞ । করোনা ভাইরাস ও ওমিক্রণ ঠেকাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ বাজার এলাকায় সপ্তাহে  একদিন করে দোকানপাট বন্ধ করার সিধান্ত নিল ফরাক্কার ব্লক প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজার কমিটি । সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ  ফরাক্কা ব্যারেজ পুরোনো বাজারের সমস্ত দোকানপাট। শুধু খোলা ছিলো মাছ এবং সবজি বাজার। পাশাপাশি জরুরী পরিষেবা দোকান খোলা ছিল।

রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বারবার স্বাস্থ্য দপ্তরের ও ফরাক্কার প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে সতর্কতা বার্তা এবং মাস্ক পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।  প্রশাসনিক এই বাজার বন্ধ্যের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষও।

See also  সাচার কমিটির আঠারো বছর পরেও মুসলমান সমাজের সমস্যার সমাধান অধরা