এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফের বাস চলল রণগ্রাম ব্রিজে, পুরোনো ব্রিজেই চলবে বাস

Published on: November 29, 2021

অপেক্ষার অবসান। অবশেষে রণগ্রাম ব্রিজে শুরু হল বাস চলা। দীর্ঘদিন ব্রিজের উপর বাস ওঠায় নিষেধাজ্ঞা ছিল।  সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত  খালি বাস চলাচলে দেওয়া হয়েছে অনুমতি । ছোট এবং  যাত্রী পরিবহন ক্ষমতা সীমিত এরকম বাসই চলবে। তবে ব্রিজের একদিকে নেমে যেতে হবে যাত্রীদের।  যাত্রীদের ব্রিজের এপার থেকে ওপারে হেঁটেই যেতে হবে।

ছোট বাস, যাত্রী পরিবহন ক্ষমতা সীমিত সেই বাসই চলবে, যাত্রীদের ব্রিজের এপার থেকে ওপারে হেঁটেই যেতে হবে। বাস চলায় খুশি যাত্রীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now