বাস কি বন্ধ করে দিতে হবে ? ডিজেলের দামে প্রশ্ন বাস মালিকদের

Published By: Madhyabanga News | Published On:

১০০ পার করেছে ডিজেল।   মঙ্গলবার  মুর্শিদাবাদে ডিজেলের দাম  লিটারপিছু  100.17 টাকা , আর পেট্রোলের দাম  108.92 টাকা। পেট্রোপণ্যের  মূল্য বৃদ্ধিতে নাজেহাল জনজীবন | সব থেকে বেশি সমস্যায় পড়েছেন  পরিবহণ  ব্যবস্থার সাথে জড়িত মানুষেরা | ইতি মধ্যেই বাস মালিক দের মাথায় হাত | সমস্যায় পড়েছে বাস চালক,কন্ডাক্টররা  |

মুর্শিদাবাদ বাস ওনার্স এসোসিয়েশন এর তরফে জানানো হয়েছে,  রাজ্য সরকারের তরফে ভাড়া বৃদ্ধির কোনো পাননি তারা  | তাই ভাড়া কোনো প্রকার বৃদ্ধি হয়নি | তবে ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের ব্যবসা কে বাঁচাতে আমরা মানুষদের কাছে আবেদন করছি তাঁরা যেন আমাদের কিছুটা ভাড়া বেশি দেন |

সেক্ষেত্রে যাত্রীরা সহযোগিতা করছেন বলেই জানাচ্ছে বাস কর্মীরা | বাস কর্মী অর্থাৎ বাস চালক ও কন্ডাক্টরদের অনেকেই জানাচ্ছেন, “আমাদের রুটি-রুজিতে বড়ো সমস্যা হচ্ছে, তেলের দাম বাড়লেও আমাদের মজুরি বাড়েনি |তাতে প্রতিনিয়ত সমস্যায় পড়ছি আমরা | ”

আবার বাস মালিকরাও আশঙ্কায় ভুগছেন এভাবে দিন দিন ডিজেলের দাম বাড়তে থাকলে বাস কিভাবে চালাবেন | এক বাস মালিকের প্রশ্ন, এইভাবে ডিজেলের দাম বাড়ালে খরচ তো বাড়বে। লাভ কম দীর্ঘদিন ধরেই।  তাহলে বাস চালানোই বন্ধ করে দিতে হবে ?  তবে তাঁরা আরও জানাচ্ছেন এভাবে তেলের দাম বাড়তে থাকলে তাঁরা ভবিষৎ এ বড়ো আন্দোলনের পথে হাঁটবেন |