পুজোতে বান্ধবী ঐন্দ্রিলার সাথে বহরমপুরে এসেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী Sabyasachi Chowdhury। শহর ঘুরে ঢুঁ মারলেন বহরমপুর লাগোয়া বালিরঘাটে ‘কাকার’ চায়ের দোকানেও।
এই দোকানে চা খেতে এমনিতেই ভিড় জমান শহরের তরুণ তরুণীরা। দুপুরে এই দোকানে যান অভিনেতা সব্যসাচী। চায়ে চুমুক দিয়ে সেলফিও নেন চায়ের দোকানের মালিক শ্যামল পালের সাথে।
এই দোকানের চা খেয়ে বেশ খুশি সব্যসাচী। সেই কথা লিখলেন সোস্যাল মিডিয়াতেও।