বাবাকে হারিয়েও কঠিন লড়াই, শুভ্রর সাফল্যে মায়ের চোখে জল, মাধ্যমিকে পঞ্চম

Published By: Madhyabanga News | Published On:

বাবা চলে যাওয়ার পর ছেলেকে পড়িয়েছেন মা। ছেলেকে নিয়ে গিয়েছেন পড়াতে। উৎসাহ দিয়েছেন পড়াশোনা চালিয়ে যেতে। ছেলের সাফল্যে খুশিতেও গলা ধরে আসছে মাধ্যমিকে রাজ্যে পঞ্চম শুভ্রর মা মৌমিতা দত্তের। চোখের কোণে জল শুভ্ররও। বাবা থাকলে খুশি হতো, বলছে শুভ্র। “খবর শুনে, সত্যি কথা বলতে, চোখের জল আটকাতে পারিনি। তারপরেই শুভ্রকে ফোন করি”, বলছেন শুভ্রর মা ।

শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফল। মেধাতালিকা প্রকাশিত হতেই জানা যায় মেধাতিলাকায় পঞ্চম হয়েছে মুর্শিদাবাদের গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র শুভ্র দত্ত। বহরমপুরের গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র শুভ্র দত্তর প্রাপ্ত নম্বর ৬৮৯ । ফল প্রকাশের পরেই স্বর্ণময়ীতে শুভ্রর বাড়িতে শুরু হয় মিষ্টি মুখের পালা। ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল শুভ্রর। পড়াশোনার মাঝেই গিটার বাজানো শখ।
যদিও কিশোর অবস্থায় চরম বাস্তবের মুখোমুখিও হতে হয় শুভ্রকে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হারাতে হয়েছে বাবাকে। শোক কাটিয়ে উঠে পড়াশোনা চালিয়ে গিয়েছে শুভ্র। শুভ্রর মা মৌমিতা দত্ত জানান, শুভ্রর বাবার ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে। সেই আশা পূরণ করতে চায় ছেলে।