বাতিল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা , জানালেন মুখ্যমন্ত্রী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ৭ জুনঃ এই বছর হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার নাবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে মূল্যায়ন হবে, তা ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলা জানান তিনি।

পরীক্ষা নিয়ে সিদ্ধন্ত নেওয়ার জন্য গঠন করা হয় এক্সপার্ট কমিট। পরীক্ষা নিয়ে  ইমেলে সাধারণ মানুষের মতামত চেয়েছিল শিক্ষা দপ্তর।  ৩৪ হাজার ইমেল পেয়েছে  সরকার। বেশিরভাগ ইমেল পরীক্ষা না  নেওয়ার পক্ষেই। পরীক্ষা না নেওয়া উচিত বলে মত এক্সপার্ট কমিটিরও।

কিন্তু কীভাবে হবে মূল্যায়ন তা ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।  সিবিএসই, আইসিএসই এবং আইএসসি-বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।