বাজি বাজে, বলছেন পশুপ্রেমীরা

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুরঃ দীপাবলির  অন্যতম আকর্ষণ ‘বাজি’ | তবে এবছর হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোনো রকমের বাজিই  পোড়ানো যাবে না | এমন নির্দেশিকায় খুশি অনেকেই | বিশেষত এই অর্ডারে খুশি হয়েছেন  পশুপ্রেমীরা | পশুপ্রেমীদের অনেকেই বলছেন মানুষ নিজেরা আনন্দ করতে গিয়ে সাধারণ পশুদের আঘাত করে | লেজে পটকাও  বেঁধে দেয় | কুকুররা 60,000 hz পর্যন্ত শুনতে পারে, তাই তারা মানুষের তুলনায় অপ্রত্যাশিত আতশবাজির বিকট শব্দের জন্য ভীষণ সমস্যায় পড়তে  হয়|  এটি তাদের যন্ত্রণার কারণ হতে পারে | অপ্রত্যাশিত এবং অচেনা উচ্চ শব্দের  ফলস্বরূপ, কুকুররা অনিয়ন্ত্রিতভাবে দৌড়ানোর  চেষ্টা করে|

আবেদন পশুপ্রেমীদের।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব বন্দোপাধ্যায় জানান, “বাজি শুধু পশু পাখিদের ক্ষতি করে এমন না |বাজি থেকে উৎপন্ন গ্যাস মানুষেরও  অনেক ক্ষতি করে” ।  এর সাথেই তিনি আরও বলেন হাইকোর্টের এই রায় কে সকলে মান্যতা দিলে একটা সুস্থ পরিবেশ তৈরী হবে | পশুপ্রেমী সূর্যেন্দু চক্রবর্তী জানান, “এই সময়টা বেশিরভাগ মেয়ে কুকুররা গর্ভাবস্থায় থাকে |এই বাজি পটকা ফাটানোর ফলে তাঁদের অনেক ক্ষতি হয় |আর তার সাথে এই সময়টা অনেক প্রাণীর শীত ঘুমের সময় |সব থেকে বেশি সমস্যা তাঁদের হয় | ”

 

সূর্যেন্দু বাবু আরও জানান অনেক পাখিরা মাটিতে বাসা করে, এই বাজির ফলে উৎপন্ন গ্যাস বা সামান্য একটা আগুনের ফুলকি তাঁদের প্রাণ নিয়ে নিতে পারে | এই বাজি প্রসঙ্গেই আরেকজন পশু ও পরিবেশপ্রেমী শ্রুতি চ্যাটার্জী জানান, “যেকোনো বাজিই একদম নিষিদ্ধ করা উচিত |কুকুর বা যেকোনো পশু কোনোরমের বাজিতেই ভীষণ ভয় পায় |

উৎসব হোক পোষ্যদেরও। ছবি dogwithblog

পশু প্রেমীদের সাথে চিকিৎসকরাও জানাচ্ছেন বাজি থেকে উৎপন্ন গ্যাস মানুষের শ্বাস যন্ত্রের অনেকটা ক্ষতি করে | এমনিতেই বিশ্ব উষ্ণয়ন তারপরে এতো বাজি একসাথে পোড়ালে পরিবেশের ক্ষতি | পশু সহ মানুষ সকলেরই ক্ষতি এই বাজিতে এমনটাই দাবি বিভিন্ন পরিবেশ কর্মীদের | তবে সাধারণ মানুষ হাইকোর্টের এই রায় কে কতটা মান্যতা দেবে এই চিন্তায় পশুপ্রেমী সহ সচেতন নাগরিক সকলেই |