বাঘের জন্য লাগানো হচ্ছে গাছ -Trees for Tigers

Published By: Madhyabanga News | Published On:

শুধু মানুষ নয়, বাঘেরাও ভালোবাসে গাছ। গাছ বাড়ছে ভালো থাকে সুন্দরবনের বাঘেরা। তাই বাঘেদের বাঁচাতে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন সুন্দরবনের রাধানগর, তারানগর, রাজাপুর, পাখিরালা, কাচাকুলি, রানিপুর গ্রামের মানুষ। ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানোর প্রক্রিয়া চলছে।

ম্যানগ্রোভগুলি বন্যার মতো পরিস্থিতির মোকাবিলাতেও ভূমিকা নেয়।  লবণাক্ত জল এবং মিঠা জলের উভয়ের উপস্থিতির কারণে উভয় প্রকারের উদ্ভিদ তাদের নিজস্ব অনন্য উপায়ে আবাসকে সমর্থন করে।  বাঘেদের বাঁচার জন্য সুবিধাজনক হয় এই ম্যানগ্রোভ জঙ্গলও।

ছবি ও তথ্যঃ https://www.grow-trees.com/