“বাকি ইতিহাস” জীবনের কাছাকাছি রাজনৈতিক ছবি, অপেক্ষায় সিনে মহল Baki Itihas

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ মুক্তির অপেক্ষায় “বাকি ইতিহাস- The Unfinished Manuscript ”| বাংলা সিনেমার দর্শক যেখানে একটি ধারা ভিত্তিক সিনেমা দেখতে অভ্যস্ত, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্টলি তৈরি এই ছবিটির ট্রেইলার ইতিমধ্যেই দর্শকদের মনে একটা অন্য জায়গা করে নিয়েছে | দর্শকদের অনেকের মত “বাকি ইতিহাস” একটা নতুন ইতিহাস গড়বে বাংলা সিনেমা জগতে | বর্তমানে বাংলা সিনেমার ধরণ অনেকটাই বদলেছে, স্বাদ বদলাচ্ছে দর্শকেরও | ছবির মূল বিষয় নিয়ে পরে আসছি,তবে প্রশ্ন আসে “বাকি ইতিহাস” আর পাঁচটা ছবির থেকে কোথায় গিয়ে আলাদা?  ছবিটি মূলত শুট করা হয়েছে বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় | ছবিটির কস্টিউম থেকে শুরু করে সবকিছুই নেওয়া হয়েছে প্রতিদিনের জীবন থেকে  |

যে গ্রামে ছবিটি সম্পূর্ণ শুট করা হয়, সেখানকার মানুষের জীবনধারা কে তুলে ধরার জন্য সেখানকার মানুষের ব্যবহার করা পোশাক,আসবাবপত্র, সেখানকার মানুষের থেকেই সামান্য অর্থের বিনিময়ে নিয়ে তৈরী হয়েছে সিনেমাটি | বাংলা ছবি তথা সিনেমার ইতিহাসে হয়তো এই প্রথম এই ছবির ডায়ালগ তৈরি হয়েছে সম্পূর্ণ সিঙ্ক সাউন্ডে | প্রসঙ্গত সিঙ্ক সাউন্ড হল, শ্যুটিং চলাকালীন যে সংলাপের অডিও ভিডিও রেকর্ড হয়েছে সেটাই রেখে দেয়া হয়েছে পরবর্তীতে কোনরকম ডাবিং হয়নি | পরিচালকের থেকে জানা যায় ছবির একটি গানও সম্পূর্ণ সিঙ্ক সাউন্ডে রেকর্ড করা |

বাকি ইতিহাস

সিনেমাটি তৈরি হয়েছে মূলত একটি রাজনৈতিক প্রেক্ষাপট কে সামনে রেখে | তবে রাজনীতির কথা মাথায় এলেই যে ছবি চোখের সামনে আসে তার থেকে “বাকি ইতিহাস” অনেকটাই আলাদা | এর কারণ নিয়ে পরিচালক তুষার বল্লভ জানাচ্ছেন রাজনীতির সাথে সাথে প্রতিটা মানুষ তার জীবনের ঘটে যাওয়া অনেক কিছু এই ছবির মাধ্যমে রিলেট করতে পারবেন |
ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন তুষার বল্লভ | ছবির সংগীত পরিচালনা করেছেন অনির্বাণ রায় | ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঙ্গীতা বল্লভ ও তন্ময় মজুমদার | এছাড়াও রয়েছেন সুরজিৎ মন্ডল, পুলকেশ ভট্টাচার্য ও অন্যান্য কলাকুশলীরা | ছবি সিনেমাটোগ্রাফার সৌরভ বন্দ্যোপাধ্যায় | ছবির সিনেমাটোগ্রাফার সৌরভ এর চোখ যেন সমাজের খুঁটিনাটি বিষয় গুলো এড়িয়ে যেতে দেয়নি | এই ছবির একটি বড় দিক হলো ছবিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নন অ্যাক্টর |

শুটিং শুরুর ৬ মাস আগে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকে গ্রুম করানো হয় | তারপরেই পরিচালক তথা প্রযোজক তুষার এই সিনেমা বানানোর কাজে হাত দেন | ছবিটি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হলেও ছবিটির মধ্যে প্রেম,বিরহ সব কিছুই রয়েছে | পরিচালক তুষারের মতে একটি মেলানকলি টিউনে সম্পূর্ণ গল্পটি বলা হয়েছে যা দর্শকদের ভীষণভাবে ছুয়ে যাবে | তত্ত্ব রয়েছে ঠিকই তবে তত্ত্বের কচকচানি নেই |

 

বাকি ইতিহাস

“ বাকি ইতিহাস” সত্যিই একটা ইতিহাসের গল্প | যা পরিচালক থেকে শুরু করে কলাকুশলী সকলেরই অত্যন্ত পরিশ্রম এর একটি ফসল | পরিচালক জানাচ্ছেন পরিশ্রম তো তখনই সফল হবে যখন সকল দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন | পরিচালক এটাও চাইছেন “সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা হোক, মানুষ হলে গিয়ে সিনেমা টা দেখুক ”| ছবিটির ট্রেলার দেখার পর দর্শকের মত অনুযায়ী, ওয়েব সিরিজের ভিড়ে স্বাধীনভাবে কাজ করা একটি চলচ্চিত্র কিভাবে বাংলা সিনেমার জগতে নতুন ইতিহাস গড়বে তার অপেক্ষাতেই রয়েছে বহু সিনে প্রেমী মানুষ | আগামী ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে চলেছে | তুষার বল্লভ পরিচালিত ও প্রযোজিত “বাকি ইতিহাস- the unfinished manuscript ” বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরপরই হয়তো একটা ইতিহাস গড়ে ফেলেছে! তবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ইতিহাসের সাক্ষী হতে দেখতে হবে “বাকি ইতিহাস ”|