বাঁ চোখে হঠাৎ হারিয়ে ফেলেছিলেন সম্পূর্ণ দৃষ্টিশক্তি। অন্ধকার নেমে আসে জীবনে। সেই অন্ধকারময় জীবন থেকে রঙিন হল জীবন। ঠিক যেন ঘটল মিরাকেল। এই অসাধ্য সাধন করলেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাঃ অশোক কুমার ভকত। গত দেড় মাস ধরে চোখের সমস্যায় হন্যে হয়ে বহরমপুর থেকে কলকাতায় ঘুরতে থাকেন বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণের বাসিন্দা নন্দিতা সরকার। অল্প বয়সে বাঁ চোখে অন্ধত্ব মেনে নিতে পারছিল না পরিবার। চক্ষু রোগ বিশেষজ্ঞ থেকে স্নায়ু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন, হয় বহু পরীক্ষা নিরিক্ষা। কিন্তু দৃষ্টিশক্তি ফেরেনি। তীব্র মাথা যন্ত্রণা এবং বাঁ চোখে সম্পূর্ণ দৃষ্টি শক্তি হারিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে একপ্রকার আশাহত হয়েই নন্দিতা সরকার, ডাঃ অশোক কুমার ভকত এর দ্বারস্থ হন। সমস্ত রিপোর্ট দেখে, পরীক্ষা করে নির্ণয় হয় রোগ। ডাক্তারি পরিভাষায়- Tolosa- Hunt syndrome এ আক্রান্ত রোগী। সমস্যা বোঝার পরেই শুরু হয় সমাধানের চেষ্টা। সামান্য খরচে, কয়েকটি ওষুধেই ঘটে মিরাকেল। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ প্রয়োগের মাধ্যমেই ৪৮ ঘণ্টা পরেই সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পান রোগী। ১০ রা জুলাই জন্মদিনে রোগীর চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়ে পরিতৃপ্তির হাসি চিকিৎসকের মুখে।
আশা ছেড়েই দিয়েছিলেন নন্দিতা দেবী ও তাঁর স্বামী। আশাহত অন্ধকারময় জীবন থেকে আলোর স্রোতে ফিরেছেন তারা। দুঃসময় কাটিয়ে দৃষ্টি ফিরে পেয়ে এখন সম্পূর্ণ সুস্থ।