নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুরে । নির্মীয়মান ফ্ল্যাট বাড়িতে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের । এদিন সকালে চুয়াপুর কদমতলার কাছে নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির সেপটিক ট্যাঙ্কে নামতে যান এক শ্রমিক । নামতে গিয়ে ভিতরে পড়ে যান ওই শ্রমিক। তাঁকে বাঁচাতে আরো একজন নেমে পড়েন সেপটিক ট্যাঙ্কে । তিনিও তলিয়ে যান । সেই দেখে আরেক শ্রমিক তাঁদের টেনে তুলতে যান। অসুস্থ হয়ে যান তিনিও। পরে ফায়ার ব্রিগেড এসে উদ্ধার করে দুজনকে। মৃত্যু হয় এক শ্রমিকের। আরেক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কর্মরত শ্রমিক আলমগীর শেখ জানান, ভিতরে নামতেই মাথা ঘুরে গেল। এরকম ঘটনা ঘটবে বুঝতে পারিনি। মৃত্যু হয়েছে শামিক শেখ নামের এক শ্রমিকের।
বহরমপুরে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু শ্রমিকের ! তৈরি হচ্ছিল ফ্ল্যাট। ট্যাঙ্কে নামতেই অবশ দেহ
Published By: Madhyabanga News |
Published On:
