নিজস্ব সংবাদদাতাঃ বহরমপুরঃ জলের দরে বহরমপুরের বাজারে বিকোচ্ছে গোলাপ। বছরের অন্যান্য সময় যখন প্রতিটি গোলাপ ফুল সর্বোচ্চ ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হয়, সেখানে ২৫ টাকাতে এক বান্ডিল দরে গোলাপ ফুল বিক্রি হচ্ছে শহরের রাস্তায়। গরমের মধ্যে জলের দরে গোলাপ ফুল কিনতে ভিড় করেছেন ফুলপ্রেমীরাও। গোলাপ ফুলের গোছা হাতে রূপক পাল জানালেন, ফুল আমার খুব প্রিয়। এত সস্তায় ফুল পেয়ে মনটা ভরে গেল। সব বন্ধুদের গোলাপ দেব, ওদেরও ভালো লাগবে।
সাধারণত, চৈত্র মাসে খুব একটা বিয়ে শাদি হয় না। তাই ফুলের বাজারে আকাল। সেই কারণেই গোলাপ ফুল নষ্ট না করে মানুষকে সস্তায় গোলাপ বিক্রি করে দিচ্ছেন ফুল বিক্রেতারা। কৃষ্ণনগর থেকে গাড়ি করে এসে বহরমপুরের মার্কেটে ফুল বিক্রি করছেন তাঁরা। ভালোই বিক্রি হচ্ছে জানান ফুল বিক্রেতা পরেশ দাস।