বহরমপুর লোকসভা আসন কার দখলে থাকবে? তরজায় অভিষেক ,অধীর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  মুর্শিদাবাদে তৃণমূলের সাংসদ অভিষেকের অধিবেশন শেষ হলেও তার রেশ এখনও থেকে গিয়েছে জেলায়। বড়ঞায় সোমবার জেলার শেষ অধিবেশনের রাতে  জেলায় ২৫০টি পঞ্চায়েত তৃণমূল মানুষের সমর্থন নিয়ে জিতবে। তা ছাড়াও পঞ্চায়েত নির্বাচনের পিঠোপিঠি লোকসভা নির্বাচনেও তৃণমূল তিনটি লোকসভা আসন জিতবে বলেও সেদিন তিনি দাবি করেন। তিনি বলেন, “ জেলার তিনটি আসনে তিন লক্ষের বেশি ভোটে তৃণমূল জিতবে। বহরমপুরে আমাদের জেতা শুধু সময়ের অপেক্ষা।“ বহরমপুর জিতলে ওই লোকসভা এলাকার সমস্ত উন্নয়নের ভার তিনি নেবেন বলেও  জানান অভিষেক। সাগরদিঘিতে জোটপ্রার্থী বাইরন বিশ্বাসকে জয়ী করে ওই এলাকার মানুষ খাল কেটে কুমির এনেছেন বলেও সোমবার দাবি করেছেন অভিষেক।

হিসেব বলছে, বহরমপুর লোকসভা আসনে  ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একটানা জিতে আসছেন অধীর। তারমধ্যে দু’বার ২০১৪ ও ২০১৯ সালে তাঁর বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিবর্তনের হাওয়ায় বহরমপুর লোকসভা আসন সেই দু’বারও কংগ্রেসেরই দখলে ছিল। ২০১৪ সালে তৃণমূলের ‘বহিরাগত’ ইন্দ্রনীল সেন ওই লোকসভা আসন থেকে পেয়েছিলেন ১৯.৬৯ শতাংশ ভোট। সেবার অধীর পেয়েছিলেন ৫০.৫৪ শতাংশ ভোট। ২০১৯ সালের  লোকসভা নির্বাচনে  তৃণমূল  অবশ্য ১৯.৬১ শতাংশ ভোট বাড়িয়েছিল। সেবার তৃণমূলের কান্দির বিধায়ক অপূর্ব সরকার অধীরের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু ৫.০৭ শতাংশ সমর্থন হারিয়েও শেষ হাসি হেসেছিলেন ভারতের প্রাক্তন রেল প্রতিমন্ত্রী। শতাংশের নিরিখে তৃণমূল সেবার পেয়েছিল ৩৯.২৬ শতাংশ আর কংগ্রেস পেয়েছিল ৪৫.৪৭ শতাংশ ভোট।  সেবার বহরমপুর লোকসভার অধীন সাতটি বিধানসভার মধ্যে ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, নওদা এই চার বিধানসভায় পিছিয়ে ছিল কংগ্রেস। কিন্তু বহরমপুর বিধানসভায় অধীর ভোট পেয়েছিলেন ১ লক্ষ ৩০ হাজার ১৯০টি। তৃণমূল পেয়েছিল ৪১ হাজার ১২৯টি।  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভার সেই সাতটি বিধানসভার ছ’টিতেই তৃণমূল অনেকটা পেছনে ফেলে দিয়েছে কংগ্রেসকে। ওই সাতটি বিধানসভার সবকটিতেই তৃণমূলের পরে বিজেপিই দ্বিতীয় স্থানে রয়েছে। বহরমপুর আসনটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। সেখানেও কংগ্রেসকে তিনে ঠেলে দু’নম্বর স্থান নিজেদের দখলে রেখেছে তৃণমূল। আর সেই পরিসংখ্যানে ভর করেই লোকসভা নির্বাচনে বহরমপুর দখলের ডাক দিয়েছেন অভিষেক, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। যদিও অধীর  অভিষেকের দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি জিতবেন বলেই আত্মবিশ্বাসী অধীর। জেলা কংগ্রেস কার্যালয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে মঙ্গলবার অধীর বলেন, “ আমাকে হারানোর অনেক গল্প এরআগেও আমি শুনেছি। ২০১৯ সালেও শুনেছিলাম। তখনও বলেছিলাম তোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সঙ্গে নয়, তোর পিসি(মমতা বন্দ্যোপাধ্যায়)’র সঙ্গে লড়বো। যদি পিসিকে না হারাতে পারি তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব।” সুর চড়িয়ে এরপর তিনি বলেন, “ লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় আমাদের শ্লোগান, লোকসভায় তিনে তিন। তৃণমূলকে কবর দিন।”