বহরমপুর ব্যারাক স্কোয়ারে প্রজাতন্ত্র দিবসের প্যারেড

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুর ব্যারাক স্কোয়ারে  ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল   মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে । ২৬ শে জানুয়ারি বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রতি বছরের মতো এবারেও মহা সমারোহে পালিত হল প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার কে শবরি রাজকুমার। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা।

প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো

জাতীয় পতাকা উত্তোলনের পরেই কুচকাওয়াজের  মাধ্যমে শুরু হয় প্যারেড। পুলিশ কর্মীদের সাথেই অংশগ্রহণ করে কৃষ্ণনাথ কলেজের এন সি সি দল, কৃষি দপ্তর, পিএইচই সহ বিভিন্ন সরকারি দপ্তর । প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন প্রকল্পকে ট্যাবলোর মাধ্যম তুলে ধরা হয় ।

প্রদর্শিত হয় জেলার সংস্কৃতি, ঐতিহ্যের নানান প্রদর্শনী। রণপা থেকে ব্রতচারীর দল অন্যান্য কলাকুশলীরা তাদের নিজস্ব ধারা তুলে ধরেন সকলের সামনে। কুয়াশার চাদরে মোড়া সকালে তেরঙ্গা বেলুন উড়িয়ে শুভেচ্ছা জানানো হয় জেলাবাসীকে। প্রজাতন্ত্র দিবসে জেলাবাসীকে শুভেচ্ছা জানান জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী  ।