বহরমপুর বাসস্ট্যান্ডে এই অবস্থা রাস্তার! ওঁত পেতে বিপদ!

Published By: Madhyabanga News | Published On:

পবিত ত্রিবেদীঃ বাঙ্গালির সব চেয়ে বড় উৎসব দুর্গাপুজোর মুখে বহরমপুরে গুরুত্বপুর্ণ রাস্তার খারাপ হাল হওয়ায় সমস্যায় নিত্য যাত্রী ও বাসিন্দারা। বহরমপুরের অন্যতম গুরুত্বপুর্ণ জায়গা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার এই বেহাল দশা। শহরের ভিতরে জাতীয় সড়ক ও আশেপাশের কয়েকটি জায়গার রাস্তার ভগ্নদশা । সোমবার রাতে অল্পবৃষ্টিতেই ভোগান্তির এক শেষ। জাতীয় সড়কে রাণীবাগান মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার খারাপ অবস্থা। পিচ উঠে গিয়েছে। পিছল হয়েছে রাস্তা। এবড়ো খেবড়ো হয়ে আছে। ঝুঁকি নিয়ে ওই রাস্তায় গাড়ি চলাচল করছে। ওই জায়গায় গাড়ি চলাচল করছে দুলতে দুলতে।কারণ ওই রাস্তায় ভারী গাড়ির সঙ্গে মোটর বাইক, সাইকেল, ভ্যান সবসময় যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন ধরে ওই রাস্তা সারাই হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা । বহরমপুর বাসস্ট্যান্ড। শহর সবে জেগেছে। বৃষ্টি হওয়ায় সকালে ফল বিক্রেতা সহ অন্যান্য দোকানদারদের দোকান খুলতে একটু দেরি হয়েছে। এক সাইকেল চালক রাস্তা নিয়ে আপন মনে যা নয় তাই বলতে বলে রাস্তা পার হচ্ছিল। ভ্যানে করে জাতীয় সড়ক ধরে কলা নিয়ে যাওয়া একজন তো ক্যামেরা দেখে নিজেই বলতে শুরু করলেন, বৃষ্টি হয়নি তাতে এই অবস্থা। মনে ধান লাগানো হবে। বিশ্বনাথ চক্রবর্তী নামে এক দোকানদার বলেন, এখানে যা রাস্তার খারাপ তার চেয়ে বাসস্ট্যান্ডে ট্রাফিক মোড়ের কাছে রাস্তার অবস্থা আরও খারাপ। এক স্থানীয় বাসিন্দা বলেন, সামনে পুজো। অবিলম্বে ওই রাস্তা সারাই করা দরকার। বাসস্ট্যাণ্ড থেকে বিমল সিনহা রোড এর দিকে শুরুতেই দুটি চওড়া গর্ত তৈরি হয়েছে। যেখানে পা পিছলে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। টোটো চালকরা ভয়ে টোটোর চাকা ফেলছেন না। চাকা ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করছেন তাঁরা। ব্যস্ত ওই রাস্তা সারানো না হলে সমস্যা প্রতিদিন বাড়বে বলে স্থানীয়রা জানিয়েছেন।