বহরমপুর নিয়ে গর্ব সৌমিত্রের

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্কঃ ১৫ নভেম্বরঃ বহরমপুর নিয়ে গর্ব ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জানালেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। স্বাধীনতা সংগ্রামের সুত্র ধরেই বহরমপুরের প্রতি ছিল তাঁর আকর্ষণ। গল্পের ছলেই জানিয়েছিলেন, বাঘা যতীন ছিলেন সৌমিত্র চট্টপাধায়ের পারিবারিক আত্মীয়। তিনি আত্মগোপন করতেন কৃষ্ণনগরে। সেখান থেকে সাইকেল চালিয়ে আসিতন বহরমপুর। সৌমিত্রকে টানত স্বাধীনতার আন্দোলনে বহরমপুরের যোগসূত্রও। মাস্টারদা সূর্য সেন সহ একাধিক বিপ্লবীর আস্তানা ছিল এই শহর। প্রদীপ ভট্টাচার্য বলেন, বাঘা যতিনকে নিয়ে গর্বিত ছিলেন সৌমিত্র। গর্ব ছিল বহরমপুর শহরকে নিয়েও। সৌমিত্রের স্মৃতিচারণায় চোখ ভিজে আসছে অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের। ‘ওনাকে দাদা বলতাম, তুমি করেই কথা বলতাম, এরকম ঋজু মেরুদন্ডের মানুষের প্রয়াণ খুব বড়ো ক্ষতি। ক্ষতি আমাদের ব্যক্তিগত স্তরেও’। তবে প্রদীপ বাবু মনে করেন, সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে থাকবেন সকলের মধ্যেই। বেঁচে থাকবেন তাঁর কাজ, সহজ সরল জীবন যাপনে।