বহরমপুর থেকে জলঙ্গী, হরিহরপাড়া, জঙ্গীপুর; বাসের ভাড়া বাড়ছেই

Published By: Madhyabanga News | Published On:

বাসের ভাড়া বাড়ছেই  | নিত্য সমস্যায় পড়তে পড়তে হচ্ছে যাত্রীদের | মুর্শিদাবাদের মোহনা বাসস্ট্যান্ড থেকে প্রত্যেক দিন জেলার বিভিন্ন প্রান্তের বাস ছাড়ে |এবং শহরের বাইরের অনেক বাসও এখানে আসে | পেট্রল /ডিজেলের দাম বাড়ায় বাস মালিক সহ যাত্রী সকলকেই পড়তে হচ্ছে না না সমস্যায় | বাসের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন আমজনতা | পেট্রল /ডিজেলের দাম বাড়ার আগে কত ভাড়া ছিল একজনজরে দেখে নেওয়া যাক – রাজ্য সরকারের নির্ধারিত ভাড়া অনুযায়ী আগে কিলোমিটার প্রতি ভাড়া ছিল 75 পয়সা | আগে পেট্রলের দাম ছিল 70 টাকা, এবং ডিজেল 55 টাকা |

বর্তমানে ডিজেলের দাম বেড়ে হয়েছে 95 টাকা | দীর্ঘ লকডাউন কাটিয়ে ওঠার পরে বাস কর্তৃপক্ষ কোনো ভাবে ভাড়া বাড়াননি, তাঁরা যাত্রী সাধারণের কাছে আবেদন করছেন আগের তুলনায় একটু বেশি ভাড়া দিতে |আগে ভাড়া ছিল কিলোমিটার প্রতি 75 পয়সা, এখন তাঁরা যাত্রীদের আবেদন করছেন কিলোমিটার প্রতি ১ টাকা ৫ পয়সা দিতে | ভাড়া বৃদ্ধি বা পেট্রোল/ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে ফেডারেশন অফ বাস ওনার্স এসোসিয়েশন এর সহ সম্পাদক রথীন বাবু জানান, ” ভাড়া আগের তুলনায় বাড়েনি, আমরা যাত্রীদের কাছে আবেদন জানিয়েছি তাঁরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন |সে ক্ষেত্রে যাঁরা নিত্য যাত্রী তাঁরা আমাদের অনেকটাই সাহায্য করছেন | ডিজেলের দাম তো বেড়েইছে উপরন্তু গাড়ির মেইনটেন্যান্স এ যা খরচ হয় তাতে আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, lockdown এর কারণে অনেক কর্মীও ছাটাই করতে হয়েছে | ”

সাধারণ যাত্রীদের জিজ্ঞেস করা হলে অনেকে জানান, তাঁদের বর্তমান ভাড়া দিতে সমস্যা হলেও মানিয়ে নিতে হচ্ছে, কারণ সমস্ত জিনিসের দাম বেশি | আবার অনেক যাত্রী কিন্তু তাঁদের ক্ষোভ উগড়ে দিলেন বাস কন্ডাকটরদের প্রতি |

কোনো একটি বাসের কন্ডাকটর এর কাছে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাওয়া হলে জানান ” এতদিন লকডাউনের পরে কাজে লেগেছি, যাত্রীদের কাছে আমরা অনুরোধ করি, যে যেমন ভাড়া দেন আমরা নিয়েনি | তবে আমাদেরও তো পেট চালাতে হয়!”

এই বিষয়ে টুরিজম এর অধ্যাপক অরিন্দম মন্ডল জানান, ” একে ডিজেলের মূল্য বৃদ্ধি, উপরন্তু lockdown সব মিলিয়ে বাস সহ একাধিক পরিবহণে সমস্যা দেখা দিয়েছে | মানুষ যদি সাহায্য করেন আমাদেরও বাস চালাতে সুবিধা হবে,|”

মুর্শিদাবাদের বিভিন্ন রাস্তার অবস্থাও ভীষণ খারাপ, যেকোনো দিন ঘটতে পারে বড়ো দুর্ঘটনা | ডিজেলের দাম বৃদ্ধি,রাস্তার খারাপ অবস্থা,বাস কর্মীদের মাইনে, বাসের মেইনটেন্যান্স, সর্বোপরি আমজনতার পুঁজিও সংকটে | কিন্তু কোনো ক্ষেত্রেই নজর নেই প্রশাসনের | বাস মালিক সহ নিত্য যাত্রীর এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন তাঁরা |