বহরমপুর কাঁপল ভূমিকম্পে Earthquake

Published By: Madhyabanga News | Published On:

ভূমিকম্পের জেরে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। কম্পন টের পাওয়া গেল মুর্শিদাবাদেও।
দেশের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে টুইট করে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।

শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ কলকাতা, গুয়াহাটি এবং মুর্শিদাবাদ ও।
ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মুর্শিদাবাদে অনুভূত হয় কম্পন।

কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। তবে, কোনও আফটার শক হয়নি।

পশ্চিমবঙ্গের সাথে সাথে অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।

“মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল” কেন্দ্রীয় মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। নির্দিষ্ট কোন টেকটনিক প্লেট এই কম্পনের জন্য দায়ী এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি।

 

বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
তবে ঘুমের ব্যাঘাত ঘটেছে অনেকেরই।
রাজ্যের বিভিন্ন স্থান থেকে নেটমাধ্যমে অনেকেই সকাল সকাল জানিয়েছেন, কম্পন অনুভূত হয়েছে।

শুধু ভারতেই নয়, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটেও। l