এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে সুতপা চৌধুরী খুনে জমা পড়ল ৩৮৩ পাতার চার্জশিট ! Police files Chargsheet Sutapa Chowdhury Case

Published on: July 15, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় জমা পড়ল পুলশের চার্জশিট। খুনের ঘটনায় ৭৫ দিনের মাথায় শুক্রবার চার্জশিট জমা করলেন তদন্তকারী অফিসাররা। এদিন বহরমপুরে সিজিএম আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা করা হয়।
মে মাসের ২ তারিখ বহরমপুর শহীদ সূর্যসেন রোডে সন্ধ্যা বেলায় মেসের বাইরে খুন করা হয় বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে। ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করে পুলিশ। জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত যুবক।
সুশান্তের আইনজীবী পীযূষ ঘোষ জানান, ” চার্জশিটের কপি পাওয়ার পর কীভাবে আসামীকে আমরা ডিফেন্ড করব তা নিয়ে চিন্তাভাবনা করা হবে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now