বহরমপুরে শুরু তিন কন্যার প্রদর্শনী Art Exhibition

Published By: Madhyabanga News | Published On:

সত্যজিৎ রায়ের তিনটি নারী চরিত্র অবলম্বনে তিন ভিন্ন গল্প নিয়ে ‘তিন কন্যা’ আমরা দেখেছি। আর এবার মুর্শিদাবাদ দেখল ‘তিন কন্যা’র চিত্র ও অঙ্কন প্রদর্শনী Tin Kanya । সোমবার প্যাপিলিও পেইন্টার্স আর্ট গ্যালারিতে  শুরু হল প্রদর্শনী।  এই প্রথম এই জেলার সদর শহর বহরমপুরে এই প্রদর্শনী ‘ তিন কন্যার’ । তিন শিল্পী মধুমিতা সেনগুপ্ত, অদিতি মৈত্র এবং তনুরিমা ধরের ছবি রয়েছে প্রদর্শনীতে।

বহরমপুরের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার টান বরাবরের। সেই টানেই কলকাতা থেকে তিন কন্যা এলেন বহরমপুরে। সোমবার প্যাপিলিও পেনটার্স আর্ট গ্যালারিতে ‘ তিন কন্যা’ চিত্র ও অঙ্কন প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল মহা সমারোহে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের বিশ্বময়ানন্দ মহারাজ, প্রাক্তন বিচারপতি   মলয় সেনগুপ্ত এবং বিশিষ্ট চিকিৎসক  ডাঃ নির্মল সাহা।