নিজস্ব সংবাদদাতাঃ বহরমপুর, ১৫ এপ্রিলঃ বাংলা বছরের প্রথম দিন মঙ্গলশোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ করলেন বহরমপুর শহরের মানুষ। বহরমপুরের ভৈরবতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। কল্পনা মোড়, গির্জার মোড় হয়ে শেষ হয় রবীন্দ্রসদনে। রণপা, ঘোড়া নাচের পাশাপাশি শোভাযাত্রায় ছিলেন মুসলিম বিয়ের গানের শিল্পীরা। শোভাযাত্রায় পা মেলান সাগরদিঘির আদিবাসী লোকশিল্পীরাও। নাচে, গানে পথ হাঁটলেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

তবে নেহাত উৎসব নয়। উদ্যোক্তারা জানাচ্ছেন, সংকীর্ণ ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে সব মানুষকে এক করে বর্ষবরণই এই শোভাযাত্রায় উদ্দেশ্য। উদ্যোক্তাদের কথায়, বাংলাদেশে সামরিক একনায়কের ধর্মান্ধতার বিরুদ্ধে বাঙালির চেতনার যে সংগ্রাম শুরু হয়েছিল, তারই গৌরবময় উত্তরাধিকার বহন করছে শহর বহরমপুরের মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রায় আহ্বায়ক আশিস বাগচীর কথায়, ” বহরমপুর শহরের সংস্কৃতিমনস্ক মানুষ এই তীব্র দাবদাহেও মঙ্গল শোভাযাত্রার আহবানে সাড়া দিয়েছেন। মুর্শিদাবাদের সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যকে আমরা হারিয়ে যেতে দেবো না”।